গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ভীমখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
স্মারক নং-সুনাম/জামাল/ইউপি ভীম/২০১৩/ তারিখঃ ১০/১১/২০১৩ ইং
বরাবর
উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
বিষয়ঃ ২০১৩-২০১৪ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (১ম পর্যায়) প্রকল্পের প্রকল্প তালিকা দাখিল প্রসঙ্গে।
সূত্রঃ উপজেলা নির্বাহী অফিসার, জামালগঞ্জ মহোদয়ের স্মারক নং-৫১.০১.৯০৫০.০০০.১৯.০২.১৩-৫৫ তারিখঃ ২৩/০৯/২০১৩
জনাব
উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাইতেছে যে, ২০১৩-২০১৪ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (১ম পর্যায়) প্রকল্পের প্রকল্প কমিটি দাখিল করা হইল।
ক্রঃ নং | প্রকল্পের নাম | প্রকল্প চেয়ারম্যান | শ্রমিকের সংখ্যা | মোবাইল নং |
০১ | ফেকুল মাহমুদপুর পূর্ব পাড়া হইতে মাদ্রসার রাসত্মা পর্যমত্ম রাসত্মা মেরমত। | মোছাঃ কুশবুল বেগম | ৩০ | ০১৭৩৪-৪০৪৬৮৩ |
০২ | জামালগঞ্জ-সুনামগঞ্জ রাসত্মার গোলামীপুর হইতে ছোট ঘাগটিয়া পর্যমত্ম রাসত্মার দুইপাশ মেরামত। | মোঃ কিতাব আলী | ৩০ | ০১৭৩৪-২২৭৭০৫ |
০৩ | চান্দবাড়ী এরতাজ মেম্বারের বাড়ীর পাশের রাসত্মা হইতে আজমলের বাড়ীর পার্শ পর্যমত্ম রাসত্মা মেরামত। | মোঃ আশিক মিয়া | ২৬ | ০১৭৪৩-৮৪৭০০২ |
০৪ | বিছনা নতুন পাড়া রাসত্মা হইতে মাহমুদুল হাসান সুজন এর বাড়ীর পার্শ পর্যমত্ম রাসত্মা মেরামত। | মোছাঃ শিরিনা বেগম | ২৫ | ০১৭৩৩-৬৭১২৩৭ |
| মোট = | ১১১ জন |
|
কার্যকরী ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল।
(মোঃ আব্দুল মন্নান তালুকদার)
চেয়ারম্যান
ভীমখালী ইউনিয়ন পরিষদ
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হইলঃ
ও ট্যাগ অফিসার
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
ভীমখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়
জামালগঞ্জ, সুনামগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস