সুনামগঞ্জ জেলার এক প্রত্যন্ত জনপদ ভীমখালী ইউনিয়ন পরিষদ। জেলা শহর হতে প্রায় ৩২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে পাগনার হাওড় পাড়ে ছোট ছোট কতগুলো গ্রাম নিয়ে গড়ে উঠেছে ভীমখালী ইউনিয়ন। হেমন্তে মাঠ ফলে সোনালী ধান আর বর্ষায় ধু ধু পানি। দেখলে মনে হয় যেন গ্রামগুলো এক একটি দ্বীপ। ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে এশিয়া মহাদেশের দীর্তঘম নদী সুরমা। সময়ের পরিক্রমায় ভীমখালী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় আজও সমুজ্জল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস